১৩ ডিসেম্বর ১৯৭১ঃ খুলনার দ্বারপ্রান্তে মিত্র বাহিনী
খুলনার শিরোমণিতে পাক বাহিনীর দুটি ব্রিগেড সহ মোট ২৫০০ সৈন্য অবস্থান নেয়। গিলাতলাতে অবস্থান নেয়া ভারতীয় ৮ মাদ্রাজ ১২—১৩ তারিখ রাতে এদের উচ্ছেদে বেরথ হয়। ভারতীয় ৯ ডিভিশন দামোদর এ সদর দপ্তর করে এবং গিলাতলাতে ৩২ এবং ৩৫০ ব্রিগেড কে পাঠানো হয়। শেমগঞ্জ গুদারায় পাঠানো ১৯ মারাঠা লাইট এবং ২৬ মাদ্রাজ শেমগঞ্জ দখল করে। পরবর্তী বড় অপারেশনের জন্য তারা প্রস্তুতি নিতে থাকে।