বুড়িগঙ্গায় শত শত মৃতদেহ ভাসছে
পাক ফৌজের অত্যাচার সম্পর্কে আওয়ামী লীগ নেতার বিবরণ
কলকাতা, ১১ মে (ইউ-এন-আই) – পাঁচ দিন আগেও ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে বুড়িগঙ্গায় শত শত মৃতদেহ ভাসতে দেখা গেছে।
আওয়ামী লীগের জনৈক নেতা ঢাকা, ফরিদপুর ও যশােহর হয়ে আজ এখানে পৌছে বলেন, যে সব মৃতদেহ ভাসতে দেখা গেছে তার মধ্যে বেশীরভাগই জোয়ান ছেলে রয়েছে।
সামরিক প্রশাসন কর্তৃপক্ষ ঢাকা থেকে ১০ কিলােমিটার দূরে ধলেশ্বরে বন্দী শিবির স্থাপন করেছে। বাঙালী অফিসার ও শ্রমিকদের মধ্যে থেকে যুবক বেছে নিয়ে সেতুর উপর দাঁড় করিয়ে গুলি করে হত্যা করার পর বুড়িগঙ্গার জলে মৃতদেহগুলি ভাসিয়ে দেওয়া হয়েছে। উক্ত নেতা বন্দীশিবির থেকে পালিয়ে আসা এক যুবকের কাছ থেকে এই মর্মান্তিক বিবরণ জানতে পারেন বলে উল্লেখ করেছেন।
বঙ্গবন্ধু মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহযােগী উক্ত নেতা বলেন যে, বেঙ্গল রেজিমেন্টেরও বিপুল সংখ্যক জোয়ানকে উলঙ্গ করে হত্যা করা হয়েছে।
সামরিক প্রশাসন কর্তৃপক্ষ ঢাকা শহরে কাফু জারি করে বাড়ি বাড়ি ঢুকে অত্যাচার চালিয়েছে বলেও তিনি জানান।
সূত্র: কালান্তর, ১২.৫.১৯৭১