You dont have javascript enabled! Please enable it!

৭ মার্চের ভাষণ শেষে বঙ্গবন্ধু কি “জয় পাকিস্তান” বলেছিলেন?

এ কে খন্দকার তার বইতে লিখেছিলেন ৭ মার্চের ভাষণ শেষে বঙ্গবন্ধু “জয় পাকিস্তান” বলেছিলেন। আমেনা বেগম জিয়ার আমলে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় একই দাবী করেছিলেন। বাজারে প্রচলিত ভিডিওতে শেষের অংশ পাওয়া গেলেও সেখানে বঙ্গবন্ধুর মুখ দেখানো হয়না। এর প্রেক্ষিতে আরও কিছু অডিও সংগ্রহ করা হয়। সবচেয়ে নির্ভরযোগ্য অডিও হচ্ছে বাংলাদেশ বেতার থেকে প্রাপ্য অডিও। আসুন দেখি ৭ মার্চের অডিওতে কী আছে?

এখানে শেষ ৩ মিনিটের অডিও যুক্ত করা হল। প্রমাণিত হল এধরনের কোন শব্দ বঙ্গবন্ধু উচ্চারণ করেন নাই।