You dont have javascript enabled! Please enable it! 1971.05.31 | সংবাদ সম্মেলনে ভাসানী - সংগ্রামের নোটবুক

৩১ মে ১৯৭১ঃ সংবাদ সম্মেলনে ভাসানী

মওলানা ভাসানী কলকাতায় এক সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশের পূর্ণ স্বাধীনতাই সকল সমস্যার সমাধান। তিনি বলেন পাকিস্তানের দীর্ঘ ২৩ বছরের শোষণ বঞ্চনাই বাঙ্গালীদের যুদ্ধের পথে নিয়ে গেছে এখন আর রাজনৈতিক সমাধানের কোন পথ নেই। তিনি বলেন সকল বৃহৎ রাষ্ট্রবর্গের প্রধানদের নিকট তিনি আগে পত্র প্রেরন করে বলেছিলেন তারা যেন পাকিস্তানী প্রোপাগান্ডা বিশ্বাস না করে পূর্ব পাকিস্তানের বাস্তব অবস্থা জানার চেষ্টা করে। তিনি বলেন তিনি বাংলাদেশের সকল জেলার নেতৃবৃন্দকে যুদ্ধে সামিল হওার জন্য নির্দেশ জারী করেছেন। তিনি বলেন এ যুদ্ধ মুসলমানদের বিবদমান দুটি অংশের মধ্যে। একটি হল শোষক অপরটি শোষিত। তিনি বলেন পাকিস্তানীরা কোন দিনও মুল সমস্যায় না যেয়ে কথায় কথায় ভারতীয় এজেন্ট বলেই তাদের কাজ সারত। তিনি বলেন শেখ মুজিবকে এ অপবাদে বেশ কয়েকবার কারাবরণ করা ছাড়াও হয়রানী করা হত। তিনি বলেন তিনি তার পরিবারের খোজ জানেননা। তিনি এটুকুই জানেন পাকিস্তানীরা তার সন্তোষের বাড়ী পুড়িয়ে দিয়েছে। তিনি বলেন তারা আমার দীর্ঘ দিনের গড়ে তোলা লাইব্রেরীও পুড়ে দিয়েছে। সাংবাদিকরা আজকের রিপোর্টে তাকে অক্টোজেনারিয়ান লিডার বলে উল্লেখ করে।