You dont have javascript enabled! Please enable it! 1971.05.31 | কনভেনশন মুসলিম লীগ নেতা এএনএম ইউসুফের রাজশাহী সফর - সংগ্রামের নোটবুক

৩১ মে ১৯৭১ঃ কনভেনশন মুসলিম লীগ নেতা এএনএম ইউসুফের রাজশাহী সফর।

কনভেনশন মুসলিম লীগ নেতা এএনএম ইউসুফের চাপাই নওয়াবগঞ্জ ও রাজশাহী সফর করেছেন। সফরকালে তিনি মহকুমা ও জেলা শান্তি কমিটির সাথে বৈঠক করেন। এ সকল সভায় তিনি বলেন ভারত পূর্ব পাকিস্তানে অনুপ্রবেশকারী পাঠিয়ে আন্তজার্তিক আইন লঙ্ঘন করেছে এবং এর পরিনতির জন্য ভারতকেই দায়ী হতে হবে। তিনি বলেন পূর্ব পাকিস্তানের মানুষ আওয়ামী লীগের ফ্যাসিবাদী কার্যকলাপ বুঝতে পেরেছে। তিনি বলেন এই বেআইনী দলের নেতৃবৃন্দ জনগনকে একা ফেলে দ্রুত দেশ ত্যাগ করছে। তিনি বলেন আওয়ামী লীগের আসল উদ্দেশ্য ও পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য ইন্দিরা গান্ধীর সাথে তাদের সম্পর্ক জনসাধারন এখন পরিস্কার বুঝতে পারছে। ভারতীয় আক্রমন থেকে দেশকে রক্ষার জন্য রাজশাহী বাসীরা মনে প্রানে কাজ করে যাচ্ছেন। পরে তিনি ভেড়ামারা, দৌলতপুর, মিরপুর সফর করেন। এসময়ে আওয়ামী লীগের অনুগতদের দ্বারা ক্ষতিগ্রস্ত কিছু পরিবার তার সাথে দেখা করে।