You dont have javascript enabled! Please enable it!

৩১ মে ১৯৭১ঃ রাজনৈতিক কমিটির সভায় ইন্দিরা গান্ধী

ভারতের প্রধান মন্ত্রী সন্ধ্যায় রাজনৈতিক কমিটির এক সভায় তিন বাহিনীর প্রধানকে নিয়ে যৌথ বৈঠক করেন। এ বৈঠকে সাধারনত ৫ মন্ত্রী অংশ নিয়ে থাকেন।বৈঠকে পূর্ব পাকিস্তান ভারত সীমান্তে সৃষ্ট উত্তেজনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে সরন সিংহ তার সাম্প্রতিক ৪ টি বৃহৎ দেশে সফরে অব্যাহত পাকিস্তানী সামরিক তৎপরতার ফলে ভারত উপমহাদেশে শান্তির প্রতি যে হুমকি সৃষ্টি হয়েছে সে সম্পর্কে সভ্যদের দৃষ্টি আকর্ষণ করেন। সরন সিংহ পরবর্তী সপ্তাহে মস্কো যাবেন। সেখান থেকে তিনি প্যারিস লন্ডন এবং ওয়াশিংটন যাবেন। সভায় অন্য সদস্যরা হলেন জগ জীবন রাম প্রতিরক্ষা মন্ত্রী যশবন্ত রাও চেবন অর্থ মন্ত্রী ফখ্রুদ্দিন আলী আহমদ খাদ্য মন্ত্রী। আমন্ত্রিত সদস্যরা হলেন জেনারেল শাম মানেকশ, এয়ার মার্শাল পি সি লাল, এডমিরাল এস জি নন্দ।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!