You dont have javascript enabled! Please enable it! 1949.01.08 | পাকিস্তানী গোয়েন্দা নথিতে বঙ্গবন্ধু | জুলুম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রতিবাদসভায় কমিউনিস্টদের এই আন্দোলনে ঢুকতে নিষেধ করেন শেখ মুজিব - সংগ্রামের নোটবুক

জুলুম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রতিবাদসভায় কমিউনিস্টদের এই আন্দোলনে ঢুকতে নিষেধ করেন শেখ মুজিব

৮ জানুয়ারি ১৯৪৯ (ঢাকা) এর গোয়েন্দা রিপোর্টে জানা যায়, ঐদিন সকাল সাড়ে ১১ টার দিকে ন্যাশনাল মেডিকেল স্কুলের প্রায় ২০০ ছাত্র পাকিস্তানের স্লোগান নিয়ে আর সাথে সংগঠনের পতাকা নিয়ে ক্লাস থেকে বেরিয়ে আসে। এরপর তারা নাজিমুদ্দিন রোড, মিটফোর্ড রোড ও জনসন রোড দিয়ে বিশ্ববিদ্যালয় গ্রাউন্ডে আসে। আসার পথে জে এন কলেজের ৫০ জন আর জুবিলি স্কুলের ২০ জন, আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের ৫০ জন ও আর্মানিটোলা উচ্চ বিদ্যালয়ের ১অ জন ছাত্র তাদের সাথে যোগ দেয়। এছাড়া গ্রাজুয়েট উচ্চ বিদ্যালয় ও পি এন উচ্চ বিদ্যালয় থেকে আরও ১০০ জন যোগ দেয়। দুপুর ১ টার মধ্যে সবাই জড়ো হয়। সেখানে ইতোমধ্যে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইডেন কলেজ থেকে শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলো।
তাদের মধ্যে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের নাইমুদ্দিন আহমেদ, পিতা খবিরুদ্দিন, রাজশাহী, শেখ মুজিবুর রহমান, পিতা লুতফর রহমান, টুঙ্গিপারা গোপালগঞ্জ, (ঢাকার ঠিকানা – ৯, দেবী দাস লেন, লালবাগ, ঢাকা), আইনের ছাত্র আজিজ আহমেদ, পিতা ফুলু মিয়া ভুঁইয়া, রাহুটিয়া, ফেনী, নোয়াখালী (ঢাকার ঠিকানা – মিটফোর্ড রোড, লালবাগ, ঢাকা), আইনের ছাত্র মির্জা গোলাম হায়দার (বিশ্ববিদ্যালয় ছাত্র) (ঢাকার ঠিকানা – নাজিরাবাজার, কোতোয়ালি, ঢাকা, আব্দুল মতিন চৌধুরী (বিশ্ববিদ্যালয় ছাত্র), আতাউর রহমান (বি এস সি স্টুডেন্ট দ্বিতীয় বর্ষ) সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা বিশ্ববিদ্যালয় গেটে পিকেটিং করে। এসময় আতাউর রহমান মোয়াজ্জেম হোসেন চৌধুরী নামক এক ছাত্রকে ক্লাসে যাবার জন্য মারধর করে। পরে শেখ মুজিবের হস্তক্ষেপে সেটা সমাধান করা হয়।
সোয়া একটার দিকে নাইমুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভা শুরু হয়। এতে শেখ মুজিবুর রহমান, দবিরুল ইসলাম চৌধুরী (পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ) ও নাদিরা বেগম (পিতা – খান বাহাদুর এ এইচ চৌধুরী, খুলনা) বক্তব্য রাখেন। শেখ মুজিব বলেন, সরকার ছাত্রদের সমস্যা দেখছেনা। তিনি ঘোষণা করেন, ১ মাসের মধ্যে যদি এসব সমাধান না হয় তাহলে তারা ডাইরেক্ট একশনে যাবেন। তিনি কমিউনিস্টদের এই আন্দোলনে ঢুকতে নিষেধ করেন। নাদিরা বেগম ৫০ জন ছাত্রীসহ প্রায় ৫০০ ছাত্রকে নেতৃত্ব দেন। [1, pp. 62–65]

Reference:
[1] S. Hasina, Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Vol I 1948-1950. Hakkany Publisher’s, 2018.