You dont have javascript enabled! Please enable it! জিয়া হত্যার আগের দিন ও পরের দিন - সংগ্রামের নোটবুক

জিয়া হত্যার আগের দিন ও পরের দিন

আগের দিন

১) শেখ হাসিনা সিলেট গিয়েছেন।
২) জিয়া বলেছেন করতোয়ার উপর সেতু নির্মাণ করা হবে।
৩) ৩১ তারিখ ৫ দলের (মোস্তাক,আতাউর) হরতাল প্রত্যাহার। তালপট্টি প্রশ্নে ভারতের ভুমিকার বিরুদ্ধে এ হরতাল ডাকা হয়েছিল। 
৪) ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সংসদে সর্বসম্মত প্রস্তাব।

পরের দিন

দেশের যারা শোক প্রকাশ করেন
আওয়ামী লীগ (মালেক) সংসদ নেতা আসাদুজ্জামান ও সালাহ উদ্দিন ইউসুফ বেক্তিগত ভাবে। আওয়ামী লীগ (মিজান) মিজানুর রহমান চৌধুরী। জামাতের আব্বাস আলী খান, একেএম ইউসুফ, শামসুর রহমান। মুসলিম লীগের খান সবুর, ন্যাপ (ভাসানী) আবু নাসের খান ভাসানি। ন্যাপ (নুরু) নুরুর রহমান আবু জাফর চৌধুরী, ন্যাপ (হারুন) এর পঙ্কজ ভট্টাচার্য। একতা পার্টির সুরঞ্জিত সেন গুপ্ত, সরদার আব্দুল হালিম ও আলতাফ হোসেন। লেবার পার্টির এমএ মতিন। বাংলা জাতীয় লীগের আমেনা বেগম। জাগপার সফিউল আলম প্রধান। শ্রমিক কৃষক সমাজবাদী দলের নির্মল সেন, সিদ্দিকুর রহমান। ন্যাপ (মোজাফফর) মোজাফফর আহমেদ,ইসমাইল। কেএসপি এর আজিজুল হক নান্না মিয়া। ওয়ার্কার্স পার্টির হায়দার আকবর রনো, রাশেদ খান মেনন। বাসদ দলগত। মুসলিম লীগ টি আলী গ্রুপ। পিপলস লীগ।