You dont have javascript enabled! Please enable it! 1971.05.30 | জাতীয় পরিষদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন - সংগ্রামের নোটবুক

৩০ মে ১৯৭১ঃ জাতীয় পরিষদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন।

ঢাকায় সামরিক শাসন কর্তৃপক্ষ ঘোষণা করেন, জাতীয় পরিষদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিন্ন করে পাকিস্তানের অখন্ডতার প্রতি একাত্মতা ঘোষণা করেছেন। তিনি বলেন আমাদের প্রিয় বাস ভুমি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঘৃণ্য ষড়যন্ত্র ও রাষ্ট্র দ্রোহীদের তৎপরতা এমন এক জাতীয় সঙ্কট সৃষ্টি করেছে যে পাকিস্তানের একজন অনুগত একজন শান্তিপূর্ণ নাগরিক হিসেবে আমি আমার অনুভুতি না প্রকাশ করে পারছি না। আমি এলাকার জনগনের চাপে পরে আওয়ামী লীগের টিকেটে নির্বাচন করতে বাধ্য হই। আগে আমি কোনদিন আওয়ামী লীগ করি নাই। আমি আওয়ামী লীগের বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনা সম্পর্কে অজ্ঞ ছিলাম। সত্তিকারের মুসলমান এবং পাকিস্তানী হিসেবে আমাদের উচিত হিন্দু সাম্রাজ্যবাদ প্রতিহত করা। 
নোটঃ ৬৫ সংসদে স্বতন্ত্র এমএনএ ছিলেন। রাজবাড়ী থেকে ৭০ এর এমএনএ।