৩০ মে ১৯৭১ঃ কলকাতায় চীনাপন্থী কম্যুনিস্ট দল ও অঙ্গসংগঠনগুলোর মোর্চা
সিপিআই (এম) এর উদ্যোগে ভারতের অন্যতম কম্যুনিস্ট নেতা দিনাজপুরের বরোদা চক্রবর্তীর সভাপতিত্তে কলকাতার বেলেঘাটায় একটি স্কুলে পশ্চিম বঙ্গে অবস্থানকারী বাংলাদেশের চীনাপন্থী কম্যুনিস্ট দল ও অঙ্গসংগঠন গুলোর এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় আরও ছিলেন আশরাফ সিদ্দিকি। এ সভায় মওলানা ভাসানী উপস্থিত ছিলেন না। সভায় দীর্ঘ আলাপ আলোচনার পর বাংলাদেশ জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি গঠিত হয়। এ মোর্চায় আছে কম্যুনিস্ট বিপ্লবীদের পূর্ব বাংলা সমন্বয় কমিটি (জাফর মেননের দল), শ্রমিক কৃষক কর্মী সংঘ(প্যাড সর্বস্ব দল), কম্যুনিস্ট পার্টি হাতিয়ার গ্রুপ (পরে স্বাধীনতার পক্ষে ছিল না), পূর্ব বাংলা কৃষক সমিতি (ন্যাপ ভাসানী এর অঙ্গ সংগঠন এবং এর সভাপতি তিনি নিজে), পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশন( কাজী জাফর পরিচালিত এবং ন্যাপ ভাসানী এর অঙ্গ সংগঠন), পূর্ব বাংলা বিপ্লবী ছাত্র ইউনিয়ন (ন্যাপ ভাসানী এর অঙ্গ সংগঠন)। স্থানীয় ভাবে এ মোর্চাকে অষ্টবাম বলা হতো। প্রবাসে এ মোর্চার কার্যক্রম ছিলনা বললেই চলে। ভাসানীও জেনেছেন অনেক পরে।