You dont have javascript enabled! Please enable it!

২৯ মে ১৯৭১ঃ পিরোজপুর মহকুমা শান্তি কমিটির বৈঠকে খান বাহাদুর আফজাল খান

পিরোজপুর মহকুমা শান্তি কমিটির বৈঠক পৌরসভা হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বৈঠকে শান্তি কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী খান বাহাদুর আফজাল খান বলেন আওয়ামী লীগ বিশ্বাস ঘাতকতা করে দেশকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল এর এতে মদত দিয়েছিল ভারত। আওয়ামী লীগ নির্বাচনের সময় স্বাধীনতা নিয়ে কোন কথাই বলেনি। আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের থেকে দেশকে রক্ষার জন্য সেনাবাহিনী হস্তক্ষেপ করে ভারতীয় ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। এজন্য তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনিবলেন জনগন শান্তি চায় সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়িত হোক এটাই চায়।