You dont have javascript enabled! Please enable it! 1971.05.28 | সীমান্ত রক্ষীর স্থলে সেনা মোতায়েন হতে পারে - সংগ্রামের নোটবুক

২৮ মে ১৯৭১ঃ সীমান্ত রক্ষীর স্থলে সেনা মোতায়েন হতে পারে।

ভারতের উপস্বরাষ্ট্রমন্ত্রী কেসি পান্থ লোকসভায় বলেছেন ভারত পূর্ব পাকিস্তান সীমান্ত চৌকি গুলোতে পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হবে না বলে মনে হলে সীমান্ত রক্ষী বাহিনীর স্থলে সেনা মোতায়েন করা হবে। আর এরুপ পরিস্থিতি সৃষ্টি হলে সীমান্তে সৈন্য মোতায়েন সংক্রান্ত আন্তজার্তিক সীমান্ত আচরন বিধি ভারত মানবে না। লোকসভার কতক এম পি দাবী করে আসছিলেন কোন কোন সীমান্ত ফাঁড়ি পাক বাহিনী দখল করে নিয়েছে কিন্তু ভারত এ বিষয়ে গোপন রাখছে। পান্থ বলেন আক্রান্ত ফাঁড়ি গুলোতে আরও সৈন্য প্রেরন করা হয়েছে।  বাক্রুদ্ধ সদস্যদের হৈ চৈ এর মধ্যে তিনি বলেন আমরা এমন কোন সিদ্ধান্ত নিতে চাইনা যা হঠকারিতায় পরিনত হতে পারে।