শিক্ষায় বৈষম্য
৫১ সালে পূর্ব বাংলায় ৪১ হাজার গ্র্যাজুয়েট থাকলেও
৬১ সালে এসে কমে গেল ২৮ হাজারে।
কিন্তু পশ্চিম পাকিস্তানে ৫১ সালে ৪৫ হাজার থেকে
৬১ সালে হয়ে গেল ৫৪ হাজার।
একইভাবে পোস্টগ্র্যাজুয়েট কমপ্লিট করার সংখ্যাটা ৮ হাজার থেকে
কমে ৭ হাজার হয়ে গেলেও
পশ্চিম পাকিস্তানে তা ১৪ হাজার থেকে বেড়ে
দাঁড়ালো ২৪ হাজারে।
Reference:
Akhtar, J. 1963. “Literacy and Education: Fifth release from the 1961 Census of Pakistan.”
Pakistan Development Review, 3: 424-442.