২৮ মে ১৯৭১ঃ নোয়াখালী শান্তি কমিটি গঠন
এডভোকেট সাইদুল হককে আহ্বায়ক করে নোয়াখালী জেলা শান্তি কমিটি গঠিত হয়। নোয়াখালী জেলার শান্তিপ্রিয় ও দেশ প্রেমিক জনগন আরেক সভায় গোলাম মোস্তফাকে আহ্বায়ক করে ৭৪ সদস্য বিশিষ্ট নোয়াখালী মহকুমা শান্তি কমিটিও গঠন করা হয়। এডভোকেট সাইদুল হক থানা ও ইউনিয়ন পর্যায়ে শান্তি কমিটি গঠন করার প্রচেষ্টা নিয়েছেন বলে বার্তা সংস্থা এপিপি জানায়। তিনি বলেন পূর্ব পাকিস্তানিরা পাকিস্তানের অখণ্ডতা ও সংহতি রক্ষায় যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত। তিনি বলেন দেশপ্রেমিক জনগন ভারতীয় দুরভিসন্ধি সম্পর্কে সম্পূর্ণ সজাগ রয়েছে। দেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। ওয়ার্কিং কমিটির সদস্যরা হলেন সাজ্জাদার রহমান, অধ্যাপক কেএ রহমান, সুলতান আহমেদ, গোলাম মোস্তফা, মনিরুদ্দিন আহমেদ, আব্দুর রশিদ, এম এ সালাম, মমতাজ উদ্দিন, দ্বীন মোহাম্মদ, কাজী সাফায়েত উল্লাহ, আবুল খায়ের, আজিজুল হক, গোলাম মওলা, জসিম উদ্দিন, মফিজুর রহমান মাইজ ভাণ্ডারী, সাইফুল হুদা খান, সায়েদুল হক, আব্দুস মোত্তালিব, জয়নাল আবেদিন, আব্দুস সোবহান, সিরাজুল হক।