২৮ মে ১৯৭১ঃ প্রেসিডেন্ট নিক্সন ইন্দিরা গান্ধী এবং ইয়াহিয়া খানের কাছে পত্র প্রেরন করেছেন।
ইন্দিরা গান্ধীর নিকট লেখা পত্রে তিনি শরণার্থী সমস্যা নিয়ে ইন্দিরা গান্ধীর নিকট সমবেদনা প্রকাশ করেন শরণার্থী সাহায্যে তার সরকার, জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ, ইউএনএইচসিআর এর সাম্প্রতিক সাহায্য কর্মসূচী তুলে ধরেন। তিনি বলেন পূর্ব পাকিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তার কাজের কিছু উল্লেখ করে বলেন তার চেষ্টায় ইয়াহিয়া ২৪ তারিখের বক্তব্য প্রদান করেছেন। পত্রের শেষাংশে নিক্সন তার মেয়ের এনগেজমেনট এ ইন্দিরা গান্ধীর মন্তব্য এর প্রসংশা করেন। তিনি জানান এ মন্তব্য তার মেয়ে এবং ফিয়াসে খুব পছন্দ করেছে। ইয়াহিয়ার কাছে লেখা পত্রে নিক্সন রাষ্ট্রদূত ফারলেনড এর সাথে ইয়াহিয়ার বৈঠকের রাষ্ট্রদূত ফারলেনড এর উপদেশ সুপারিশ গুলি উল্লেখ করেন। তিনি ইয়াহিয়াকে পূর্ব পাকিস্তানে রিলিফ কার্যক্রমে জাতিসংঘকে পূর্ণ সহযোগিতা করতে বলেছেন।