You dont have javascript enabled! Please enable it! 1971.05.28 | আগরতলায় ব্রিটিশ এমপি মাইকেল বার্নস ও ডোনাল্ড চেসওয়ার্থ - সংগ্রামের নোটবুক

২৮ মে ১৯৭১ঃ আগরতলায় ব্রিটিশ এমপি মাইকেল বার্নস ও ডোনাল্ড চেসওয়ার্থ

ব্রিটিশ এমপি মাইকেল বার্নস আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে বলেন পূর্ব পাকিস্তানের জনগনের সাথে পশ্চিম পাকিস্তানের জনগনের কোন যোগাযোগ নেই। বাংলাদেশের মানুষকে নিজেদের ভবিষ্যৎ গড়ে নিতে তাদের উপরই ক্ষমতা ছেড়ে দিতে হবে। পাক সামরিক সরকার পূর্ব পাকিস্তান থেকে তার সেনা বাহিনী প্রত্যাহার করা না পর্যন্ত বিশ্ব রাষ্ট্র গুলোর উচিত পশ্চিম পাকিস্তানকে সব রকম সাহায্য বন্ধ করে দেয়া। তিনি ব্রিটিশ বৈদেশিক সাহায্য মন্ত্রী রিচারড উড এর সাম্প্রতিক মন্তব্য টেনে বলেন বাংলাদেশ সমস্যার সঠিক রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত তার সরকার পাক সরকারকে সাহায্য বন্ধ রাখবে। সাংবাদিক সম্মেলনে ওয়ার অন ওয়ানটস এর সভাপতি ডোনাল্ড চেসওয়ার্থ উপস্থিত ছিলেন।