একজন পাক নৌ অফিসার ও সাত জন নাবিক ভারতে আশ্রয় পেলেন
নয়াদিল্লী, ১১ এপ্রিল (ইউএনআই) – পাকিস্তান নৌবাহিনীর একজন মুখ্য পাের্ট অফিসারও সাত জন নাবিককে ভারত সরকার আজ আশ্রয়দান করেছেন।
নাবিকরা সকলেই পূর্ববাঙলার মানুষ। পশ্চিম পাকিস্তান সরকার বাঙলাদেশের মানুষের ওপর যে হত্যা তাণ্ডব চালিয়ে দিয়েছে তার প্রতিবাদে উক্ত নাবিকরা ৩১ মার্চ টোলনে পাকিস্তান নৌবাহিনী ত্যাগ করেন।
মুখ্য পােট অফিসার ও নাবিকরা পাকিস্তান সাবমেরিনে ছিলেন। তারা ইটালীতে জাহাজুটি ছেড়ে এসেছেন।
তারা মাদ্রিদস্থ ভারতীয় দূতাবাসের শরণাপন্ন হবে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।
গতকাল তারা দিল্লীতে আসার পর ভারত সরকারের পক্ষ থেকে জানানাে হয় সরকার তাদের অনুরােধ গ্রহণ করেছেন এবং তাঁর এদেশে আশ্রয় পাবেন।
সূত্র: কালান্তর, ১২.৪.১৯৭১