You dont have javascript enabled! Please enable it! 1971.06.07 | বাঙলাদেশের শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সাহায্য | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশের শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সাহায্য

লণ্ডন— ৫ জুন- বাঙলাদেশের শরণার্থীদের সাহায্যের জন্য বিদেশ থেকে সাহায্য ভারতে আসতে শুরু করেছে বলে এ পি জানিচ্ছে।
বৃটেন আজ বিমানযােগে কলেরা টিকা পাঠাতে শুরু করেছে। সােভিয়েত ইউনিয়ন, ভ্যাটিকান, বেলজিয়াম সাহায্য পাঠিয়েছেন।
বৃটেনের ত্রাণ-সংস্থা অক্সফার্ম ৮৫৮০০০ কলেরা টিকা ও ৪৫ হাজার টি এ বি সি টিকা আজ লণ্ডন বিমানবন্দর থেকে পাঠাচ্ছেন বলে জানা গেল।
বৃটিশ বিমানবাহিনী থেকে ঘােষণা করা হয়েছে, আগামী সপ্তাহে ২টি পরিবহন বিমান বেসরকারী সাহায্য নিয়ে রওনা হবে। প্রথম বিমানটি সােমবারেই রওনা হবে বলে প্রকাশ।
‘দারিদ্র্যের বিরুদ্ধে জেহাদ’ নামক সংস্থাটিও একটি চলমান হাসপাতাল ভারতে পাঠাবার বন্দোবস্ত করছে।

সূত্র: কালান্তর ৭.৬.১৯৭১