You dont have javascript enabled! Please enable it! 1949.12.09 | বাংলা হরফের উপর কোনাে শয়তানী হামলা বরদাশত করা হইবে না- আবদুল গফুর | সৈনিক - সংগ্রামের নোটবুক

বাংলা হরফের উপর কোনাে শয়তানী হামলা বরদাশত করা হইবে না
আবদুল গফুর

পূর্ব পাকিস্তানের তমদুনের গলা টিপিয়া মারিবার জন্য এক শয়তানী চক্রান্ত শুরু হইয়াছে। বাজারে জোর গুজব, ঢাকাতে আগামী ১৪ই ডিসেম্বর কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বাের্ডের যে সভা বসিবে তার একটি প্রস্তাবে বাংলা ভাষায় আরবী হরফে প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হইবে। গুজবটি সত্য হইলে, কতৃপক্ষকে হুঁশিয়ার করিয়া দেওয়ার প্রয়ােজন আছে বলিয়া আমরা মনে করি। …

সৈনিক, ৯ ডিসেম্বর, ১৯৪৯