বৃটেনে জয়প্রকাশ উদ্দেশ্যঃ বাঙলাদেশ প্রসঙ্গ আলােচনা
লণ্ডন, ৩ জুন, এপি জানিয়েছে, ভারতের বিশেষ দূত শ্রীজয়প্রকাশ নারায়ণ গতকাল এখানে পৌঁচেছেন। আন্তর্জাতিক মানব সমাজের চোখের সামনে বাঙলাদেশে যে মানবিক ট্রাজেডি ঘটছে সে বিষয়ে তিনি বৃটিশ সরকারী কর্মকর্তাদের সঙ্গে আলােচনা করবেন।
তিনি এখানে চারদিন থাকবেন। তারপর যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যে তিনি কায়রাে গিয়েছিলেন; কিন্তু তখন রাষ্ট্রপতি সাদাত’এর সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয় নি। তারপর তিনি মস্কো এবং হেলিসিংকি যান। পরে রােমে পােপ ষষ্ট পলের সঙ্গে সাক্ষাৎ করেন।
গতকাল এখানকার বিমান বন্দরে তিনি সাংবাদিকদের বলেছেন পাকিস্তানের এই তথাকথিত আভ্যন্তরিক প্রসঙ্গ কিভাবে ভারতের কাঁধে বােঝা চাপিয়েছে যা কেবল ৪০ লক্ষ শরণার্থীর অর্থনৈতিক বােঝাই নয় পরস্ত সামাজিক বােঝাও বটে- সে কথাটাও তিনি তাদের নজরে আনতে চান।
শ্রীনারায়ণ এখানে প্রথমে পররাষ্ট্র বিভাগের পার্লামেন্টারি সেক্রেটারি শ্রীএন্টান কেয়ারশ’র সঙ্গে আলােচনা করবেন এবং আশা করছেন প্রধানমন্ত্রী হিউমের সঙ্গেও তার সাক্ষাৎকারের ব্যবস্থা হবে।
সূত্র: কালান্তর ৩.৬.১৯৭১