You dont have javascript enabled! Please enable it! 1971.01.14 | ১৪ জানুয়ারি ১৯৭১ ঘটনাপঞ্জি - সংগ্রামের নোটবুক

১৪ জানুয়ারি, ১৯৭১

  • প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর সাথে দুই দিনের বৈঠক শেষে করাচীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ঢাকা ত্যাগের পূর্বে বঙ্গবন্ধুর সাথে তিনি কী আলোচনা করেছেন জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন, আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। শেখ সাহেব ভার নিলে আমি থাকবো না। তিনি আরও বলেন, শ্রীঘ্রই শেখ মুজিবের সরকার হতে যাচ্ছে।
  • এনা পরিবেশিত খবরে প্রকাশ, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান করাচীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগের পূর্বে এক সাক্ষাৎকারে বলেন, “উত্তরাধিকার সূত্রে আমি খারাপ অর্থনৈতিক অবস্থা পেয়েছি এবং আমি তা শেখ মুজিবুর রহমানের হাতে দিতে যাচ্ছি।” তিনি বলেন, “১৯৬৮ সাল থেকে দেশে ব্যাপক হারে ‘ঘেরাও ও জ্বালাও’ চলে এবং তারপর আসে প্রাকৃতিক বিপর্যয়, যা অর্থনৈতিক অবস্থাকে পর্যুদস্ত করার পক্ষে যথেষ্ট।” প্রেসিডেন্ট আরও বলেন, “আমার কাছে কোন যাদুদণ্ড নেই এবং অগ্রগতি সাধনের কোন সংক্ষিপ্ত পন্থা নেই।”
  • রোকেয়া হল ছাত্রী সংসদের উদ্যোগে রোকেয়া হলের নির্মনায়মাণ শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
  • Source: Bangladesh Liberation War Museum