You dont have javascript enabled! Please enable it! 1971.01.05 | ৫ জানুয়ারি ১৯৭১ - সংগ্রামের নোটবুক

৫ জানুয়ারি, ১৯৭১

  • ঢাকায় সংবাদপত্রসূত্রে প্রকাশ পূর্ব পাকিস্তান এবং ত্রিপুরার (ভারত) ভূমি রেকর্ড ও জরিপ ডিরেক্টরগণ গত শনিবার এখানে সমাপ্ত চারদিনের সম্মেলনে প্রদেশের চারটি জেলার সাথে ত্রিপুরার সীমান্ত চিহ্নিতকরণ ও অন্যান্য প্রশ্ন আলোচনা করেন। ত্রিপুরার ভূমি রেকর্ড ও জরিপ ডিরেক্টর টি হোসেন পকিস্তানি দলের নেতৃত্ব করেন। সরকারি সূত্রে বলা হয়, পূর্ব পাকিস্তানের ভূমি রেকর্ড ও জরিপ ডিরেক্টর সম্মেলনে ফেনী নদী বরাবর চট্টগ্রাম/পার্বত্য চট্টগ্রাম এবং মাতামুহুরী নদী এলাকার নোয়াখালী/ কুমিল্লার সাথে ত্রিপুরার সীমানা চিহ্নিতকরণ প্রশ্ন উত্থাপন করেন। ভারতীয় পক্ষ সংশ্লিষ্ট মানচিত্রসমূহ পরীক্ষা করেন এবং পরীক্ষাকার্য সমাপ্ত করার জন্য আরো সময় চান। পূর্ববর্তী বছর সম্পাদিত খণ্ড জরিপ সংক্রান্ত ১২টি সিটের প্রাথমিক প্রমান সমীক্ষাও বিনিময় করা হয়।
  • রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে ১৯৭০-৭১ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। এনইসি’র এই বৈঠকে যোগদান করেন পিন্ডিতে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রীগণ, পাদেশিক গভর্নরগন, প্রেসিডেন্টের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসজিএমএম পীরজাদা, অর্থনৈতিক উপদেষ্টা এম.এম. আহমদ ও পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান এম এইচ সুফী। আলোচনা প্রায় তিন ঘণ্টা ধরে চলে।
  • Source: Bangladesh Liberation War Museum