You dont have javascript enabled! Please enable it! 1971.05.27 | মধ্যপ্রাচ্য সফররত ইন্দিরা গান্ধীর বিশেষ দুত জয়প্রকাশ নারায়ন এর মধ্যপ্রাচ্য সফর ব্যার্থ হয়েছে - সংগ্রামের নোটবুক

২৭ মে, ১৯৭১ঃ জয়প্রকাশ নারায়ণ.

পাকিস্তান বেতার বলেছে মধ্যপ্রাচ্য সফররত ইন্দিরা গান্ধীর বিশেষ দুত জয়প্রকাশ নারায়ন এর মধ্যপ্রাচ্য সফর ব্যার্থ হয়েছে। তিনি পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার পক্ষে জনমত সংগ্রহের জন্য সেখানে সফর করছিলেন। তিনি মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সাথে সাক্ষাতের জন্য অনেকক্ষন অপেক্ষার পর সাক্ষাতে ব্যার্থ হয়েছেন। এমনকি তিনি কোন রাজনৈতিক নেতার সাথেও সাক্ষাৎ করতে পারেননি।

নোটঃ ভারতের বিশিষ্ট কংগ্রেস রাজনীতিক ও সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে ১৮ মে থেকে বিশ্ব সফর শুরু করেন। ১৯ তারিখে তিনি ২ দিনের সফরে কায়রো পৌঁছেন। পূর্ব নির্ধারিত সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক বাতিল হলে জয়প্রকাশ নারায়ণ রাতে মিশরের একদল সাংবাদিক ও বুদ্ধিজীবীর সাথে বৈঠক করেন। বৈঠকে পূর্ববঙ্গে রক্তপাত বন্ধ করে সেখানে সংকটের রাজনৈতিক সমাধানের জন্য সংযুক্ত আরব ও মিত্র মুসলিম দেশগুলি ইয়াহিয়ার উপর চাপ দেয়ার জন্য তাদের ভুমিকা রাখার আহবান জানান।