You dont have javascript enabled! Please enable it! 1971.05.27 | চাঁদপুরে শান্তি কমিটি গঠন - সংগ্রামের নোটবুক

২৭ মে ১৯৭১ঃ চাঁদপুরে শান্তি কমিটি গঠন

চাঁদপুরে চাদপুর পৌরসভা মিলনায়তনে দেশপ্রেমিক নাগরিকদের এক সভায় এম এ সালামকে আহ্বায়ক করে ১০০ সদস্য বিশিষ্ট মহকুমা শান্তি কমিটি গঠন করা হয়। কমিটি ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে শান্তি কমিটি গঠনেরও উদ্যোগ নিয়েছে। একই সভায় আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে হাজীগঞ্জ, ডাঃ আব্দুল হককে আহ্বায়ক করে মতলব, আব্দুল মজিদকে আহবায়ক করে কচুয়া থানা শান্তি কমিটি গঠন করা হয়েছে। হাজীগঞ্জের হাতিশিতে আব্দুর রব, বরকুলে এস এম তরিকুল্লাহকে আহ্বায়ক করে স্ব স্ব ইউসি শান্তি কমিটি গঠন করা হয়। কচুয়ার বিষ্ণু পুরে গোলাম মওলা তারাপুরহাণ্ডি পশ্চিমে মওলানা আব্দুল হাকিম, চর ভৈরবীতে রশিদ মুন্সী, হাইমচরে আব্দুল হামিদ সরকার, নীল কমলে হাজী মোস্লেহ উদ্দিন, আলগী- দুর্গা পুরে ননি মিয়া তালুকদার, রাজ রাজেশ্বর আব্দুল আজিজকে আহ্বায়ক করে স্ব স্ব ইউসি শান্তি কমিটি গঠন করা হয়। মতলব থানায় সিঙ্গার চরে আলাউদ্দিন, সাদুল্লাপুরে আলাউদ্দিন, দুর্গাপুরে নাম অস্পষ্ট, মোহনপুরে কাজী গোলাম মোস্তফা, নাসিরকান্দিতে কেরামত আলী, একলাসপুরে মাহবুব উল্লাহ, নারায়নপুরে আব্দুল মান্নান, সুলতানাবাদে আলী হোসেন কে আহ্বায়ক করে স্ব স্ব ইউসি শান্তি কমিটি গঠন করা হয়।