২৭ মে ১৯৭১ঃ ফেনীতে শান্তি কমিটি গঠন
ফেনীতে জনাব খায়েজ আহমদ টিঙ্কুকে আহ্বায়ক করে ৫৭ সদস্য বিশিষ্ট শান্তি কমিটি গঠন করা হয়। এছাড়া ১০ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়। পরে শান্তি কমিটি শহরে বিশাল মিছিল বের করে। মিছিল কারীরা আল্লাহ আকবর, পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান সহকারে শহরের প্রধান প্রধান রাস্তা সমুহ অতিক্রম করে। মিছিল শেষে জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত আহবায়ক জনাব খায়েজ আহমেদ। তিনি দেশের অভ্যন্তরীণ বেপারে হস্তক্ষেপের জন্য ভারতের তীব্র নিন্দা করেন। ভারতের দুরভিসন্ধি বেরথ করার উদ্দেশে ঐক্য বদ্ধ থাকার জন্য তিনি দেশপ্রেমিক জনগনের প্রতি আহ্বান জানান। অগনিত মুসলমানের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পাকিস্তানের অখণ্ডতা ও সংহতি রক্ষায় রক্ষার জন্য পাকিস্তান সেনাবাহিনী যথা সময়ে যে বেবস্থা গ্রহন করেছে সভায় তার প্রসংশা করা হয়।