২৭ মে ১৯৭১ঃ এডওয়ার্ড কেনেডি
মার্কিন সিনেটর উদ্বাস্তু সংক্রান্ত সাব-কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড কেনেডি পররাষ্ট্রমন্ত্রী রজারস এর কাছে লেখা এক পত্রে বাংলাদেশের জনগণ ও ভারতে অবস্থানরত বাঙালি উদ্বাস্তুদের দুর্দশা লাঘবে ও শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত পক্ষগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য মার্কিন সরকারের প্রতি আবেদন জানান। তিনি আন্তজার্তিক সংস্থা বিশেষ করে জাতিসংঘের মাধ্যমে ত্রান তৎপরতা জোরদারের আহবান জানান। তিনি বলেন এখন পর্যন্ত যে বেবস্থা নেয়া হয়েছে তা খুবই অপর্যাপ্ত। পরিস্থিতির আর অবনতি ঘটতে পারে। তিনি বলেন প্রতিদিন এক লাখ শরণার্থী ভারতে আশ্রয় নিচ্ছে ২৩ এপ্রিল পর্যন্ত মোট শরণার্থী সংখ্যা ছিল ৩৫০০০০০।