২৬ মে ১৯৭১ঃ পূর্ব পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন প্রতিবেদন
এক গোপন আলোচনা সভায় পিডিপি প্রধান নুরুল আমিন দাবী করেছেন ২৫ মার্চ এর পর আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের হাতে পাকিস্তানপন্থী দলগুলোর ৪০০০ কর্মী নিহত হয়েছেন। একই সভায় তিনি দাবী করেন বে আইনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের ৭৫ জন সদস্য তার প্রতি সমর্থন দিয়েছেন তাই তিনি পাকিস্তানের ক্ষমতার দাবীদার। পূর্ব পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মে মাসের ২য় পাক্ষিক গোপন প্রতিবেদন।