You dont have javascript enabled! Please enable it! 1971.05.26 | লোকসভায় ইন্দিরা গান্ধী - সংগ্রামের নোটবুক

২৬ মে ১৯৭১ঃ লোকসভায় ইন্দিরা গান্ধী

ভারতীয় পার্লামেন্টে ৮ ঘণ্টা ব্যাপী আলোচনার সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, বাংলাদেশের সমস্যা ভারত এবং সমগ্র দক্ষিন এশিয়ার শান্তি শৃঙ্খলা বিঘ্নের কারন হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব এর রাষ্ট্রবর্গ গুলোর এ সমস্যার গুরুত্ব উপলব্দি করে সমস্যা সমাধানের জন্য এগিয়ে না আসলে তা ধ্বংসাত্মক পরিনাম ডেকে আনবে। গান্ধী বলেন বাংলাদেশের সমস্যা শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাই নয় এটি বাংলাদেশের মানুষের বেচে থাকার সমস্যা। বাংলাদেশে আজ গনতন্ত্র পদদলিত। তিনি বলেন কয়েকটি রাষ্ট্র পূর্ব বাংলায় পাক বাহিনীর গণহত্যার সমর্থন করছে না কিন্তু তারা আবার পাকিস্তানের সংহতি ও অখণ্ডতার প্রতি আবার শ্রদ্ধাশীল।