২৬ মে ১৯৭১ঃ এবোটাবাদে পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া
জমিয়তে ইসলাম হাজারভী গ্রুপের পূর্ব পাকিস্তান সভাপতি পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া পশ্চিম পাকিস্তানের এবোটাবাদে এক দলীয় কর্মীদের এক সভায় বলেন পূর্ব পাকিস্তানের সামগ্রিক ঘটনাবলীর জন্য রাষ্ট্র বিরোধীরাই দায়ী। এই রাষ্ট্র বিরোধীরা পাকিস্তান ধ্বংসের জন্য ভারতের ষড়যন্ত্রের অংশ হয়েছে। দেশকে ধ্বংস করতে ব্যার্থ হয়ে ষড়যন্ত্রকারীরা দেশের দু অংশের মধ্যে বিদ্বেষ সৃষ্টির জন্য নিরীহ জনগনের উপর নির্যাতন শুরু করে। সময়োচিত পদক্ষেপের ফলে দেশের অখণ্ডতা রক্ষা পাওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বলেন এক্ষনে দেশে ইসলামী সমাজ ব্যাবস্থা গ্রহন করা প্রয়োজন। তার দলের সভাপতি এবং সাধারন সম্পাদক গোলাম গাউস হাজারভি এবং মুফতি মাহমুদ মার্চ মাসে ঢাকা সফর কালে আওয়ামী লীগের প্রতি সমর্থন দিয়েছিল বলে যে কথা বলা হচ্ছে তা তিনি খণ্ডন করে বলেন তারা শেখ মুজিবকে সঠিক পথে আনার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা কোন ভাবেই শেখ মুজিবকে ৬ দফা থেকে সামান্যতম বিচ্যুত ঘটাতে পারেননি।