২৬ মে ১৯৭১ঃ বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান ভারতের প্রতি মার্কিন পররাষ্ট্র বিভাগ
মার্কিন পররাষ্ট্র বিভাগের চার্লস ডব্লিউ ব্রে ওয়াশিংটনে বলেন, যুক্তরাষ্ট্র মনে করে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি পাকিস্তানের একটি ঘরোয়া রাজনৈতিক ব্যাপার । যুক্তরাষ্ট্র কামনা করে না এ থেকে উপমহাদেশে কোনো দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হোক। সে জন্য মার্কিন সরকার পূর্ব পাকিস্তান পরিস্থিতি সম্পর্কে সংযত মনোভাব গ্রহণ করার জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজারস পাকিস্তান পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট নিক্সনের কাছে একটি পত্র দেন। সেখানে তিনি শরণার্থীদের জন্য নিম্নোক্ত প্রস্তাব রাখেন। আড়াই মিলিয়ন ডলার শরণার্থী ত্রান দেয়া হবে যা ইউএনএইচসিআর এর মাধ্যমে ভারতে খরচ করা হবে। ইউএনএইচসিআর এবং ইউএনএসওয়াইজি এর কার্যক্রমকে সমর্থন ও উৎসাহিত করা। ভারতকে আসাম ত্রিপুরার মধ্যে শরণার্থী স্থানান্তর এবং ত্রান সামগ্রী পরিবহনে ৪টি সি-১৩০ বিমান প্রদান করা। পূর্ব পাকিস্তানের ভিতরে রিলিফ দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক স্থি্তিশিলতার ব্যাপারে ভারতকে ব্রিফ করা। ভারতকে আগ্রাসী কার্যক্রম থেকে বিরত রেখে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করা।