২৫ মে ১৯৭১ঃ মোশারফ হোসেন শাজাহান
ভোলা হইতে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য মোশারফ হোসেন শাজাহান আওয়ামী লীগ ত্যাগ করে অখণ্ড পাকিস্তানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করিয়াছেন। তিনি বলেন আমি সেই ব্যাক্তি যার পাকিস্তানের আদর্শ ও ঐক্য এর প্রতি দৃঢ় বিশ্বাস আছে এবং ছিল। আমি নির্বাচনের ৫-৬ মাস আগে আওয়ামী লীগে যোগদান করেছি। তিনি বলেন আমি কোন দিনও ৬ দফার প্রতি বিশ্বাস স্থাপন করি নাই। তিনি পাকিস্তান ধ্বংসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য প্রেসিডেন্ট যে ব্যাবস্থাদি গ্রহন করেছেন আমি তার প্রতি পুরোপুরি সমর্থন জ্ঞাপন করছি। তিনি বলেন প্রত্যেক বিবেকবান পাকিস্তানী বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ এমনই পন্থা গ্রহন করতেছিল যাহাতে পাকিস্তানের নিরাপত্তা, আদর্শ ও অখণ্ডতা পুরোপুরি বিপন্ন হয়ে পড়েছিল।
নোটঃ ৭৮ সালে বিএনপি গঠন হলে মোশারফ হোসেন শাজাহান বিএনপিতে যোগদান করেন। ৯১ সালে প্রতিমন্ত্রী হন।