২৫ মে ১৯৭১ঃ কলকাতায় ভারতের ত্রানমন্ত্রী আরকে খাদিলকার
পূর্ব পাকিস্তান থেকে ভারতে আগত শরণার্থীদের জন্য কিছু দিন আগে জাতিসংঘ মহাসচিব সাহায্য এর আবেদন জানিয়ে যে আবেদন করেছিলেন তাতে তেমন সাড়া না পাওয়ায় ভারতের ত্রান মন্ত্রী আরকে খাদিলকার অসন্তোষ প্রকাশ করেন। আর এ বিষয়ে পাকিস্তান সরকার সন্তোষ প্রকাশ করে খাদিলকারের সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করছে। ত্রান সমন্বয়ের জন্য খাদিলকার এখন কলকাতায় ব্যাস্ত সময় অতিবাহিত করছেন। তিনি সাংবাদিকদের কাছে দুঃখ করে বলেন আন্ত জা কার্তিক বিবেক এমন একটা স্থিতিস্থাপক জিনিস যে যাহা রাষ্ট্র সমুহ তাদের স্বার্থ অনুযায়ী সাহায্য সম্প্রসারন ও সঙ্কুচিত করে। তিনি বলেন উথান্তের আবেদনে সারা না পরায় তিনি অত্যন্ত হতাশ হয়েছেন। একটা দেশের নাগরিকদের অপর দেশে আশ্রয় লাভের জন্য বিতারিত করা নজির বিহীন ব্যাপার। ইহা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে একধরনের হস্তক্ষেপ যেহেতু ইহার ফলে আমাদের অর্থনীতির উপর চাপ বাড়ছে।