২৫ মে ১৯৭১ঃ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র উদ্বোধন
কলকাতা কেন্দ্রিক স্থায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তার যাত্রা শুরু করে এদিন। ভারতের তথ্যমন্ত্রী নন্দিনী সতপথির আন্তরিক প্রচেষ্টায় বেতার কেন্দ্রটি চালু করা হয় । অফিস ও রেকর্ডিং স্টুডিও করা হয় বালিগঞ্জ সার্কুলার রোডে একটি বাড়ীতে। দুটি পুরাতন টেপ রেকর্ডার দিয়ে অনুষ্ঠান গুল রেকর্ড করা হত। ৩৯ সুন্দরি মোহন স্ট্রীটের ৮ তলা বাড়ীর উপর থেকে তরঙ্গ প্রক্ষেপন করা হত। বেতার কেন্দ্রের জন্য প্রথম গান রেকর্ডিং করেন রংপুরের শিল্পী শাহ আলী সরকার। আগের দিন প্রধানমন্ত্রীর বালিগঞ্জের বাড়ীতে কয়েকটি অনুষ্ঠান রেকর্ড হয়েছিল। অনুষ্ঠান সময়সূচী সকাল ৭ টা পবিত্র কোরান তেলওয়াত ও তরজমা, মোহাম্মদ উল্লাহ চৌধুরী সম্পাদক জয় বাংলা ৭ টা ১০ সারাদিনের অনুষ্ঠান সূচী, ৭ টা ১৫ বাংলা সংবাদ সৈয়দ হাসান ইমাম, ৭ টা ২৫ ইংরেজি সংবাদ পারভিন হোসেন, ৭ টা ৩০ নজরুলের কবিতা আবৃতি ও নজরুল সঙ্গীত, ৭ টা ৪০ বঙ্গবন্ধুর বানী, ৭ টা ৪৫ দেশাত্মবোধক সঙ্গীত। এ ছাড়াও অন্য অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান অগ্নিশিখা, সাহিত্য এর অনুষ্ঠান রক্ত স্বাক্ষর টি এইচ সিকদার, বঙ্গবন্ধুর ভাষণ ভিত্তিক অনুষ্ঠান ব্রজ কণ্ঠ, চরমপত্র।