You dont have javascript enabled! Please enable it! 1952.04.30 | বঙ্গবন্ধুর ভাষণসমগ্র | ৩০ এপ্রিল ১৯৫২ | প্রসঙ্গ নিরাপত্তা বন্দী - সংগ্রামের নোটবুক

এসম্পর্কে যত কম বলা যায় ততোই ভালো।
যে সমস্ত নিরাপত্তা বন্দী বছরের পর বছর ধরিয়া বিনা বিচারে জেলে পচিতেছেন,
বৃটিশ আমলে যে সুবিধা দেওয়া হইত, তাহাও তাঁহারা পান না।
এই সমস্ত বন্দীর অধিকাংশই আসিয়াছেন মধ্যবিত্ত পরিবার হইতে;
কোনও রকম ভাতার ব্যবস্থা না থাকায়
ইহাদের উপরে নির্ভরশীল ব্যক্তিদের অবস্থা যে কতখানি
শোচনীয় হইয়া দাঁড়াইয়াছে,
সহজেই অনুমান করা চলে।

 

 

Reference:
আনন্দবাজার পত্রিকা ৩০ এপ্রিল ১৯৫২
Hindustan Standard, 30.04.1952
Hasina, S. (2018) Secret Document of Intelligence Branch on
Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman,
Vol – II, p 171-172, Sheikh Hasina, Hakkani Publishers
সংগ্রামের নোটবুক