You dont have javascript enabled! Please enable it!

উদ্বাস্তু কেন্দ্রের কাছে আড়াই কোটি টাকা দাবি

কলকাতা, ২৪ এপ্রিল (নিজস্ব)- বাঙলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের পুনর্বাসন ব্যয়ভার মেটাবার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পশ্চিমবঙ্গ সরকার আড়াই কোটি টাকা চেয়েছেন। রাজা পুনর্বাসন সচিব শ্রীবিবি মণ্ডল সাংবাদিকদের কাছে এ সংবাদ জানিয়েছেন।

শ্রীমণ্ডল জানান, বাঙলাদেশ থেকে ইতােমধ্যেই ৪ লক্ষ ৯৫ হাজার উদ্বাস্তু এদেশে এসেছে। সরকারের ৫০টি শিবিরে তাদের ১ লক্ষ ৩৭ হাজার জনকে দেখাশুননা করা হচ্ছে। বাকী ৩ লক্ষ ৫৮ হাজার ক্যাম্পের বাইরে আত্মীয় স্বজনের সঙ্গে বসবাস করছে।

তিনি আরাে জানান, সম্প্রতি আগত উদ্বাস্তুদের শতকরা ৪৫ শতাংশ জন পশ্চিম দিনাজপুর থেকে এসেছেন।

সূত্র: কালান্তর, ২৫.৪.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!