You dont have javascript enabled! Please enable it! 1971.04.25 | ভারত ধ্বংস কর-ঢাকায় পােস্টার | দৈনিক আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

ভারত ধ্বংস কর-ঢাকায় পােস্টার

আগরতলা, ২৪ এপ্রিল-ঢাকা থেকে আগত একজন উদ্বাস্তু এখানে বলেন, বাংলা দেশের মুক্তি সংগ্রামকে দমন করতে না পেরে ঢাকার সামরিক আইন কর্তৃপক্ষ এখন ভারতকে চূর্ণ করার কথা বলতে আরম্ভ করেছেন। অর্ধবিধ্বস্ত ঢাকার দেওয়ালগুলিতে পােস্টারে জনগণকে ভারত ধ্বংস কর আহ্বান জানানাে হয়েছে। জনসাধারণকে বন্দুক উঁচিয়ে এই পােস্টার লাগাতে এবং বাড়িতে পাকিস্তানী পতাকা ওড়াতে বাধ্য করা হয়েছে।

রাস্তাঘাটে পশ্চিম পাকিস্তানী সৈন্যরা নাগরিকদের ধরে পাকিস্তান জিন্দাবাদ, মুজিবর রহমান মুরদাবাদ এই ধ্বনি দিতে এবং কলমা পড়তে বাধ্য করছে। যারা নারাজ তাদের ওখানেই গুলি করে শেষ করা হচ্ছে অথবা জিপে বেঁধে রাস্তার টেনে নিয়ে যাওয়া হচ্ছে।

Reference:

২৫ এপ্রিল ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা