You dont have javascript enabled! Please enable it!

আমারা একটা কথা বলে দেবার চাই। আমাদের বৈদেশিক নীতি পরিষ্কার। কারো যেনো কোন ভুল থাকে না। আমাদের বৈদেশিক নীতি হলো স্বাধীন সক্রিয় নিরপেক্ষ বৈদেশিক নীতি। আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি। আমরা কোএগজিসটেন্সে (coexistence) বিশ্বাস করি। আমরা সমস্ত দেশের সাম্রাজ্যবাদী যদি কোন যদি কোন শক্তি কোন দুঃখী মানুষকে শোষন করে দুনিয়ায় – সে দুনিয়ার শোসিত মানুষের পক্ষে বাংলার মানুষ জীবনভরে দাঁড়াবে। আমরা সাউথ ইস্ট এশিয়ায় শান্তি চাই। আমরা সাবকন্টিন্যান্টে শান্তি চাই। আমরা মিডিল ইস্টের দুঃখী মানুষের – সমস্ত দুঃখী মানুষের সাথে দাঁড়াবার চাই। কারণ আমরাও দুঃখী মানুষ। দুনিয়ার বড় বড় রাষ্ট্রকে আমি আবেদন করব যে আপনারা মেহেরবানী করে আর অস্ত্রর কারখানা বাড়ায়েন না। আর অস্ত্র বিক্রি করেন না। অস্ত্র প্রতিযোগীতা বন্ধ করুন। বন্ধ করে ওই অর্থ দুনিয়ার দুঃখী মানুষের জন্য ব্যয় করুন। দেখবেন দুনিয়ায় দুখি মানুষ থাকবে না। বিশ্ব শান্তি না হলে গত দুটো মহাযুদ্ধে দুনিয়ায় যে সর্বনাশ হয়েছে তাই দেখে আপনাদের বোঝা উচিত যুদ্ধ – যুদ্ধ দিয়ে কোন ফল হয় না। শান্তির মাধ্যমেই সব কিছু হয়। তাই আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি।
.
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৮ মার্চ ১৯৭৩, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা