পূর্ব-বাঙলার জনগণের প্রতি বিভিন্ন সংগঠনের সংহতি প্রকাশ
কলকাতা, ২৮ মার্চ (নিজস্ব) – ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া কর্মচারী সমিতির পার্কসার্কাস শাখার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে এক তারবার্তা প্রেরণ করা হয়।
উক্ত তারবার্তায় স্বাধিকারের দাবিতে পূর্ব বাঙলার জনগণের আন্দোলনের দমনের নামে ইয়াহিয়া খা যে এক নায়কতন্ত্রের আক্রমণ চালাচ্ছে তার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থাসহ আন্দোলকারীদের সর্বপ্রকার সাহায্যের দাবি জানান হয়েছে।
শান্তিসংসদ
আজ পশ্চিমবঙ্গ শান্তি সংসদের পক্ষে এই সংসদের সভাপতি শ্রী বিবেকানন্দ মুখােপাধ্যায় এক বিবৃতিতে পূর্ববাঙলার মানুষের সংগ্রামের প্রতি সংহতি জানিয়েছেন।
সূত্র: কালান্তর, ২৯.৩.১৯৭১