অপরাজেয় একাত্তর ঠাকুরগাঁও
১৯৭১ সালের এই দিনে ঠাকুরগাঁও জেলা (পঞ্চগড় জেলাসহ) শত্রুমুক্ত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে লোকজন ছুটে আসতে থাকে শহরের দিকে। জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে শহর ও আশপাশের গ্রাম। সন্ধ্যার মধ্যে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড় লোকে পূর্ণ হয়ে যায়। পরদিন ৪ ডিসেম্বর বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো মানুষ জয় বাংলা ধ্বনি দিয়ে ও পতাকা নিয়ে ঢুকে পড়ে শহরে। ১৯৭১ সালের মার্চ মাসেই হানাদার বাহিনীর বিরুদ্ধে ঠাকুরগাঁওবাসী গড়ে তুলেছিল প্রতিরোধ। যে কারণে ১৪ এপ্রিল পর্যন্ত পাক সেনারা ঠাকুরগাঁওয়ে ঢুকতে পারেনি। ১৫ এপ্রিল তারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে শহরে ঢুকে পড়ে। শহরে প্রবেশের আগে পাক সেনারা কামানের সাহায্যে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়।
৩ ডিসেম্বর ঠাকুরগাঁও মুক্ত হয়।