২৩ মে ১৯৭১: পারুলিয়া গণহত্যা
খুলনা-বাগেরহাট-রামপাল-বরিশাল-পিরোজপুর-রামপাল-দাকোপ-বটিয়াঘাটার প্রায় তিন হাজারের মত নারী-পুরুষ-বৃদ্ধ-শিশুরা নৌকায় চড়ে দেবহাটার পারুলিয়ায় ইছামতি নদীর শাখা শাপমারা খালের ওপর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। পারুলিয়া সীমান্তের এক থেকে দেড় কিমি ভিতরে। নৌকার পরিমাণ ছিল প্রায় ২০০। ঐ দিন বেলা ১১টার দিকে ৪ ট্রাক পাকসেনা ও রাজাকাররা সাতক্ষীরা শহর থেকে পারুলিয়ার রোডের ওপর দিয়ে শ্যামনগর অভিমুখে যাচ্ছিল। ট্রাকগুলিতে এলএমজি ফিট করে সৈন্যরা তাক করে দাঁড়িয়ে ছিল। পারুলিয়া ব্রীজের কাছে এসে পাক সেনারা তাদের দেখে তাদের জিজ্ঞাসাবাদ করে। সৈন্যরা উর্দুতে তাদের অনেক কিছু জিজ্ঞাসা করে কিন্তু জনগন উর্দু না জানায় তাদের কোন কথার উত্তর দিতে পারেনি। তখন পাক সেনা ও রাজাকাররা ৫০/৬০ জন জোয়ান মানুষ নৌকা থেকে নামিয়ে আনে। তাদেরকে পাশেই মাদ্রাসার ড্রেনের পাশে মাঠে দাঁড় করিয়ে উর্দুতে গালি গালাজ করতে করতে ব্রাশ ফায়ার করে তাদের সকলকে হত্যাকরে।