You dont have javascript enabled! Please enable it! প্রসঙ্গঃ সুফিয়া কামাল - সংগ্রামের নোটবুক

প্রসঙ্গঃ সুফিয়া কামাল

রেডিও পাকিস্তানে সুফিয়া কামালের বিবৃতি প্রকাশ সংক্রান্ত এক পোস্টে একজন মন্তব্য করেছিলেন যে তিনি পাকিস্তানী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন এবং তার পক্ষে অনেক লেখালেখি করে গেছেন। বিষয়টি সত্য তবে তিনি ৭০ সালের পর থেকে কঠোর বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন। অন্তত কবির চৌধুরীর চেয়ে অগ্রগামী ছিলেন। বিখ্যাত কবিদের প্রায় সকলেই তখন এধরনের কবিতা প্রবন্ধ লিখালিখি করতেন যেমন শামশুর রহমান, হাসান হাফিজুর রহমান, আবুল কালাম শামস উদ্দিন, জসিম উদ্দিন, ফররুখ আহমেদ। কবিতাটি ৬৬ সালের পাকিস্তানের স্বাধীনতা দিবসে আজাদ পত্রিকার ক্রোড়পত্রে প্রকাশিত। ঠিক এ সময়ে ব্যাপক ধরপাকড়, আগরতলা ষড়যন্ত্র মামলা বাঙ্গালীদের অনেকটাই পশ্চিম ঘেঁষা করেছিল।