২৩ মে ১৯৭১ঃ পশ্চিমবঙ্গে ত্রান শিবির পরিদর্শনে জগজীবন রাম ও খাদিলকার
প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম পশ্চিম বঙ্গের কয়েকটি শরণার্থী শিবির পরিদর্শন করে বনগাঁও এবং কলকাতায় সাংবাদিকদের বলেন পাকিস্তান বাংলাদেশের উপর যে বর্বর অত্যাচার ও গণহত্যা চালিয়েছে তা চালাতে দেয়া যায় না। এ বিষয়ে বিশ্ব জনমত ও বিশ্ব রাষ্ট্র সমুহ কতৃক চাপ সৃষ্টির ব্যাবস্থা করতেই হবে। তিনি বলেন বাংলাদেশ থেকে শরণার্থী আগমন স্রোত বন্ধ করার জন্য উপযুক্ত ব্যাবস্থা গ্রহন করতে হবে এবং পাকিস্তানকে বাংলাদেশের অভ্যন্তরে এমন বর্বর অত্যাচার আর চালাতে দেয়া যায় না। এসময় তার সাথে কেন্দ্রীয় ত্রান মন্ত্রী খাদিলকারও উপস্থিত ছিলেন। জনাব খাদিলকারও সাংবাদিকদের বলেন বাংলাদেশের বুকে পাকিস্তান বাহিনী যে অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে বিশ্ব বিবেক প্রত্যাশিত ভাবে জাগ্রত হয়নি।