You dont have javascript enabled! Please enable it! ফকির আব্দুল মান্নান - সংগ্রামের নোটবুক

ফকির আব্দুল মান্নান

ফকির আব্দুল মান্নান ব্রিগেডিয়ার হান্নান শাহ এর পিতা। ১৯৪৬ ইং সনে তিনি মুসলিম লীগের প্রার্থী হিসেবে এমএলএ নির্বাচিত হন। ১৯৫৩ -১৯৫৮ ইং সন পর্যন্ত তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তান মুসলীম লীগের সাধারন সম্পাদক ছিলেন। পরবর্তীতে ১৯৬৫-১৯৬৯ সন পর্যন্ত কনভেনশন মুসলিম লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৪ সনের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী ২৮ বছর বয়সী ছাত্র তাজউদ্দীন আহমদের নিকট পরাজিত হন। ১৯৬৫ – ১৯৬৯ সন পর্যন্ত কৃষি ও খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ৭১ এ তিনি পাকিস্তান সরকারের দালাল ছিলেন। তবে এলাকায় তিনি ঝামেলা করেননি। ৭২ এ তার এলাকার জামাতের অধ্যাপক ইউসুফের নাগরিকত্ব বাতিল হলেও তিনি মুক্ত ছিলেন। 
ছবিঃ ১৯৬৬ সালের শেষের দিকের