২৩ মে ১৯৭১ঃ রুপগঞ্জের সভায় খাজা খয়ের উদ্দিন ও শফিকুল
রুপগঞ্জ থানার ১২ টি ইউনিয়নের শান্তি কমিটির সভা থানা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শান্তি কমিটি আহ্বায়ক কবি বেনজির আহমেদ। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শান্তি কমিটি আহ্বায়ক খাজা খয়ের উদ্দিন, একিউএম শফিকুল ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। খাজা খয়ের উদ্দিন তার ভাষণে বলেন আওয়ামী লীগ জনগনের রায়কে ভুল ভাবে গ্রহন করে পাকিস্তানকে বিভক্ত করার চেষ্টা করে। তাই সশস্র বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছিল। সশস্র বাহিনীর এ হস্তক্ষেপকে জনগন সমর্থন জানিয়েছিল। তিনি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে জনগণকে সতর্ক করে দিয়ে বলেন দুষ্কৃতিকারীরা দেশের দুশমন। তাই তাদের সাহসের সাথে মোকাবেলা করতে হবে। তাদের তৎপরতাকে নির্মূল করতে হবে। এরা দেশকে ধ্বংস করতে চায়। জনসাধারনের সম্মিলিত প্রচেষ্টায় জীবনের সর্বস্তরে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। সভায় এ কিউ এম শফিকুল বলেন নেতাদের ব্যার্থতা ও ভুলের সুযোগ নিয়ে পাকিস্তানের শত্রুরা একদল লোককে ভাষা ও অঞ্চল ভিত্তিক জাতি প্রতিষ্ঠার প্ররোচনা দিয়েছিল। আওয়ামী লীগ জনগনের রায়ের ভুল অর্থ করে পাকিস্তানকে খণ্ডিত করার চেষ্টা করেছিল। তাই সেনাবাহিনীর হস্তক্ষেপ অনিবার্য ছিল।