ওপার বাঙলার পাশে এপার বাঙলা
কলকাতা ১৬ এপ্রিল, (নিজস্ব)- কমিউনিস্ট পার্টির গড়বেতা আঞ্চলিক শাখা গত ৯ এপ্রিল বাঙলাদেশের মুক্তি সংগ্রামীদের সাহার্যাথে গণ-সংগ্ৰহ সংগঠিত করেন।
সর্বশ্রেণির মানুষ ঐ সংগ্রহ অভিযানে অংশ নেন। শতাধিক টাকা সংগৃহীত হয়।
বহরমপুর মােটর ট্রান্সপাের্ট ওয়ার্কাস ইউনিয়ন
জলঙ্গী বাসস্ট্যান্ড বহরমপুর মােটর ট্যান্সপাের্ট ওয়ার্কাস ইউনিয়ন বাঙলাদেশের শরণার্থীদের জন্য ক্যাম্প খুলেছেন। বহরমপুর শহরে মানুষরা ক্যাম্প চালনার ব্যাপারে ট্রান্সপাের্ট স্বেচ্ছাসেবকদের সর্বোতভাবে সাহায্য করছেন।
কুপার্স ক্যাম্পে ব্যাপক প্রচারাভিযান
কুপাস ক্যাম্পের ছাত্র যুবকরা সম্প্রতি বাঙলাদেশের মুক্তি সংগ্রামীদের সাহায্যার্থে ক্যাম্প এলাকা থেকে শতাধিক টাকা সংগ্রহ করে।
৩১ মার্চ মুক্তি যােদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে একটি মিছিল কুপার্স ক্যাম্প এলাকা পরিক্রম করে। মিছিল শেষে বাজারে একটি পথসভাও অনুষ্ঠিত হয়। সর্বশ্রী অশােক চক্রবর্তী, কুমারেশ হালদার প্রমুখ বক্তৃতা করেন।
৮ এপ্রিল বাঙলাদেশের মুক্তিফৌজের ৩ জন ছাত্রকে সামনে রেখে একটি বিরাট মিছিল সংশ্লিষ্ট এলাকা পরিক্রম করে। পথ-সভায় বাঙলাদেশের ছাত্রসহ স্থানীয় ছাত্র ও যুব নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
১০ এপ্রিল স্থানীয় বিদ্যালয়ে যুব ছাত্র প্রতিনিধিদের এক সভায় ভারত সরকারের কাছে অবিলম্বে বাঙলাদেশ সরকারকে স্বীকৃতিদানের দাবি জানানাে হয়।
সূত্র: কালান্তর, ১৭.৪.১৯৭১