২২ মে ১৯৭১ঃ সংসদীয় দলের সভায় ইন্দিরা গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার দল কংগ্রেসের সংসদীয় দলের সভায় বলেন বাংলাদেশ থেকে আসা বিপুল সংখ্যক শরণার্থী তার দেশের অভ্যন্তরীণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারতে ইতিমধ্যে ৩০ লাখ ২০ হাজার শরণার্থী এসেছে। তিনি বলেন পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা এখন ভারতের অভ্যন্তরীণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন সিমান্তের রাজ্য সরকার সমুহের এই ভার বহন করা সম্ভব নয়। এ সকল শরণার্থী যাতে দ্রুত দেশে ফিরে যেতে পারে পাকিস্তানের সে প্রচেষ্টা নেয়ার জন্য বিদেশী রাষ্ট্র বর্গের প্রচেষ্টা নেয়া উচিত। শরণার্থী শিবির সমুহের সফরের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন সেখানে মানবিক অধিকার সমুহ অবদমন করা হয়েছে।