২১ মে ১৯৭১ঃ খালিশপুরে সমাবেশে খান এ. সবুর,
খুলনার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী খান এ. সবুর খালিশপুর হাউজিং এস্টেট প্রাইমারী স্কুল্ল প্রাঙ্গনে এক জন সমাবেশে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সাম্রাজ্যবাদের রণ হুমকির মুখে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখা এবং জাতি গঠন মুলক কাজে সম্পূর্ণ ভাবে নিজেদের নিয়োগ করার জন্য জনগনের প্রতি আহবান জানিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে ভারত প্রস্তুত ভারতের প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধীর এমন হুমকির এর জবাবে সবুর বলেন ১৯৬৫ সালের যুদ্ধ থেকে ইন্দিরা গান্ধীর শিক্ষা নেয়া উচিত। তিনি আরও বলেন ভারতের আর একটি ব্যার্থ অভিযান চালানো ঠিক হবে না। তিনি জোর দিয়ে বলেন এমন ধরনের যুদ্ধ যদি আমাদের উপর এসেই পড়ে তবে পাকিস্তানের প্রতি ইঞ্চি পবিত্র ভুমি রক্ষার জন্য আমাদের অজেয় সশস্র বাহিনীর পাশে দাড়িয়ে দেশের ১২ কোটি জনগন তা প্রতিহত করবে। তিনি বলেন দুষ্কৃতিকারীদের পক্ষে সমর্থন আদায়ে ব্যার্থ হয়ে ইন্দিরা গান্ধী এখন শরণার্থী সমস্যার জিগির তুলে বিশ্ব জনমত গড়ে তোলার কাজ শুরু করেছে।