You dont have javascript enabled! Please enable it! 1971.05.21 | রাওালপিণ্ডিতে পীর মোহসেন উদ্দিন - সংগ্রামের নোটবুক

২১ মে ১৯৭১ঃ রাওালপিণ্ডিতে পীর মোহসেন উদ্দিন

জমিওতে উলামা ইসলাম হাজারভী গ্রুপের পূর্ব পাকিস্তান সভাপতি পীর মোহসেন উদ্দিন ওরফে দুদু মিয়া রাওালপিণ্ডিতে বলেছেন শাসনতন্ত্র প্রনয়নের পর দেশের ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের হাতে একই সময়ে ফিরিয়ে দেয়া উচিত তবে তা এখনই করা উচিত হবে না। তিনি আশা প্রকাশ করেন পূর্ব পাকিস্তানীরা বিচ্ছিন্নতাবাদীদের প্রচেষ্টাকে নস্যাৎ করে দিবে। তিনি আশা প্রকাশ করেন যে ভারতীয় বেতার যে মিথ্যা প্রচারনা চালাচ্ছে ও অনুপ্রবেশকারী পাঠাচ্ছে সে সম্পর্কে পূর্ব পাকিস্তানের জনগন সচেতন রয়েছে।