You dont have javascript enabled! Please enable it! 1971.05.21 | শরণার্থী ক্যাম্পে ত্রিপুরার মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ - সংগ্রামের নোটবুক

২১ মে ১৯৭১ঃ শরণার্থী ক্যাম্পে ত্রিপুরার মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ

ত্রিপুরা সরকারের প্রচার বিভাগের কর্মচারীরা শরণার্থীদের সাহায্যার্থে একদিনের বেতন দান করে সে টাকা দিয়ে কিছু কাপড় চোপর এবং শিশু খাদ্য কিনে মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহকে দিয়ে লেম্বুছরা শরণার্থী শিবিরে বিতরন করে। মুখ্যমন্ত্রী সেখানে তাদের উদ্দেশে একটি জ্বালাময়ী বক্তব্য দেন। তিনি এখানে বলেন যে সকল পুরুষের বয়স ১৮ এর বেশী তারা যেন এখানে না থেকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।  তিনি বলেন পাহাড়ী রাজ্য ত্রিপুরার মোট আয়তনের ২৫% বাস যোগ্য। এরই মধ্যে এখানে ৮ লাখ শরণার্থী এসে পৌঁছেছে। এদের মধ্যে রেজিস্ট্রি করেছে ৫ লাখ ২৯ হাজার ৭৫৫ জন। শরণার্থীর এ চাপ বহন করার মত ক্ষমতা এ রাজ্যের নাই। তা সত্ত্বেও তার সরকার শরণার্থীদের দুর্দশা লাঘবে আপ্রান চেষ্টা করে যাচ্ছে।