২১ মে ১৯৭১ঃ করাচীতে ইয়াহিয়া খান
পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান করাচিতে এক বিবৃতিতে বলেন, পুর্ব পাকিস্তানে গোলযোগ পূর্ণ অবস্থার জন্য যে সব পাকিস্তানি নাগরিক দেশত্যাগ করেছেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তাদের স্বদেশ প্রত্যাবর্তন করার জন্য আহ্বান জানান। তিনি বলেন পূর্বাঞ্চলে আইন শৃঙ্খলা পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে এবং জীবন যাত্রা দ্রুত স্বাভাবিক হয়ে আসছে। তিনি রাষ্ট্রবিরোধী ব্যক্তিদের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে নিজ নিজ স্বাভাবিক কাজকর্ম পরিচালনার জন্য দেশে ফিরে আসার জন্য তাদের প্রতি আহবান জানান। তাদের ফিরে আসার জন্য অনুমতি নেয়ার কোন প্রয়োজন বা আবশ্যকতা নেই।